রেয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ফাইনাল চলাকালে মাঠের ভেতরে ঢুকে যান কয়েকজন দর্শক। স্টেডিয়ামের নিরাপত্তা ভাঙার চেষ্টা করেন আরও অনেকেই। এসব কারণে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত হয় এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। জার্মান ক্লাব ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে পঞ্চদশবারের মতো শিরোপা ঘরে তোলে ইউরোপের সফলতম দল রেয়াল। গোল দুটি করেন দানি কার্ভাহাল ও ভিনিসিউস জুনিয়র।
এদিন ম্যাচের প্রথম মিনিটেই তিনজন সমর্থক মাঠে ঢুকে যান। এজন্য কয়েক মিনিট বন্ধ রাখতে হয় খেলা। লন্ডনের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, টিকেট ছাড়া স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করা বেশ কয়েকজন দর্শককেও গ্রেপ্তার করা হয়েছে।