আইফোনের ভলিউম বাটন দিয়ে আমরা সাধারণত শব্দ বাড়ানো–কমানোর কাজ করে থাকি। গান শোনা, ভিডিও দেখা বা কারও সঙ্গে কথা বলার সময় আমরা ভলিউম বাটনের সাহায্য নিই। কিন্তু আইফোনের ভলিউম বাটন দিয়ে শব্দ নিয়ন্ত্রণের পাশাপাশি ছবি তোলা, ভিডিও ধারণ, অ্যালার্ম নিয়ন্ত্রণ, ইমার্জেন্সি ফোনকলসহ বিভিন্ন কাজ করা যায়। আইফোনের ভলিউম বাটনের বিভিন্ন ব্যবহার দেখে নেওয়া যাক—
ছবি তোলা
আইফোনের ভলিউম বাটন দিয়ে ক্যামেরার শাটার বাটন স্পর্শ না করেই সরাসরি ছবি তোলা যায়। এ জন্য বাড়তি কোনো কষ্টও করতে হয় না। ক্যামেরা অ্যাপ চালু করে ভলিউম বাটন চাপলেই ছবি উঠে যাবে। এভাবে সামনের ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ও সাধারণ ছবি তোলার পাশাপাশি পেছনের ক্যামেরা দিয়ে প্যানোরামা ছবিও তোলা যায়।