চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল নেই কেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুন ২০২৪, ১১:১৩

রাতে বৃষ্টি হলে সকালে চট্টগ্রাম নগরজুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। পানিতে থইথই করে নগরের অধিকাংশ এলাকা। এ সমস্যা নিরসন না হওয়ার জন্য একসময় অর্থ বরাদ্দকে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হতো। কিন্তু বর্তমানে সেই সমস্যা নেই। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জলাবদ্ধতা নিরসনকল্পে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে।


যাতে খরচ হচ্ছে ১৪ হাজার ২৬৩ কোটি টাকা। কিন্তু এত এত টাকা খরচ করেও জলাবদ্ধতার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। উল্টো অনেক ক্ষেত্রে সমস্যা বড় রূপ নিয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ অবস্থায় সংস্থাগুলো পরস্পরকে দায়ী করছে।


কী কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা হচ্ছে? সেই কারণ বের করতে ২০২২ সালে চার সদস্য নিয়ে ‘জলাবদ্ধতার কারণ অনুসন্ধান কমিটি’ গঠন করা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে প্রধান করে এই কমিটি পাঁচটি কারণ চিহ্নিত করেছিল। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও সমাধান খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় চট্টগ্রামে কেন জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছে না তা জানতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জাগো নিউজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us