বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী গত ৩ মে মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে কে হচ্ছেন ফোরামের নতুন সভাপতি- এ নিয়ে চলছে আলোচনা। বিদ্যমান পরিস্থিতিতে নতুন করে বিশেষ কাউন্সিল হয়ে ভোটের মাধ্যমে নাকি কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সভাপতি নির্বাচিত হবেন তা নিয়েও আলোচনা চলছে। তবে, একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির নেতারাই। সেই সঙ্গে আংশিক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ করার দাবি জানিয়েছেন তারা।
আলোচনায় যারা
সাধারণ আইনজীবীদের মধ্যে আলোচনা হচ্ছে নতুন করে কাকে সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ্ উদ্দীন চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন এবং সাবেক বিচারক ও অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়েজী। তাদের বিষয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রকাশ্যে কথাবার্তা না হলেও ব্যক্তিগত আলাপচারিতায় বিষয়টি আইনজীবীদের মধ্যে প্রাধান্য পাচ্ছে।