নারী ইউরো বাছাইয়ে গতকাল স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইসরায়েল। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কের এই ম্যাচে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা।
মাঠের বাইরে প্রতিবাদকারীরা জমায়েত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ছোট ছোট কফিন ও ফিলিস্তিনের পতাকা হাতে প্রায় ৪০০ সমর্থক জমায়েত হন। এ সময় এক প্রতিবাদকারী নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন। যে কারণে ম্যাচ শুরু হয় খানিকটা দেরিতে।