স্মার্টফোন আমাদের নিত্যজীবনের প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে। অনেক সময় মনের ভুলে স্মার্টফোন হারিয়ে যায়। কখনো আবার স্মার্টফোন চুরি হয়ে যায়। ছিনতাইকারীর কবলেও পড়েন কেউ কেউ। ফলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। তাই ফোনে থাকা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েডে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধা আগে থেকেই চালু করে রাখতে হবে। তাহলেই ফোন হারিয়ে গেলেও চিন্তার কিছু নেই।
ফাইন্ড মাই ডিভাইস সুবিধা চালু করবেন যেভাবে
- প্রথমে সেটিংস চালু করুন।
- গুগল সিলেক্ট করুন।
- সেখানে ‘অল সার্ভিস’-এ ট্যাপ করুন।
- সেখানে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সিলেক্ট করতে হবে।
- এর পর ‘ইউজ ফাইন্ড মাই ডিভাইস’ সুইচ অন করুন।