৭৫টির বেশি গেম নিয়ে চালু হলো ‘ইউটিউব প্লেএবলস’

বণিক বার্তা প্রকাশিত: ০১ জুন ২০২৪, ১৪:২০

অবশেষে গেমিং জগতেও পা রাখল ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম ইউটিউব। ‘ইউটিউবস প্লেএবলস’ প্রোগ্রাম নামে এ পরিষেবা দেবে গুগলের নিজস্ব এ প্লাটফর্মটি। বর্তমানে ‘ইউটিউবস প্লেএবলস’-এ প্রায় ৭৫টির বেশি গেম রয়েছে। স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনামূল্যে এসব গেম খেলা যাবে। এতে ডিভাইসে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। খবর টেক টাইমস।


বর্তমানে স্মার্টফোন বা ডেস্কটপে ইউটিউব ব্যবহারকারী সবার জন্য ‘প্লেএবলস’ উন্মুক্ত রাখা হয়েছে। তবে ইউটিউব জানিয়েছে, একটি নির্দিষ্ট গ্রুপের মাধ্যমে প্রাথমিক মূল্যায়নের পর ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য গেমগুলো উন্মুক্ত করা হবে। 


ইউটিউব জানিয়েছে, ‘প্লেএবলস’ ডাউনলোড করতে গ্রাহককে যেহেতু কোনো অর্থ খরচ করতে হবে না, ফলে তাদের এ পরিষেবার কারণে অ্যাপল বা অ্যাপ স্টোরের কোনো নিয়ম লঙ্ঘন হবে না। তবে গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা বিনামূল্যের অন্যান্য গেম ‘প্লেএবলস’-এর কারণে আরো প্রতিযোগিতার মুখে পড়বে। যেহেতু সেগুলো মূলত বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করে থাকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us