অনেক সময় ডাক্তার অপরিচিত হলে, হাসপাতাল বা ডাক্তারের চেম্বার নতুন হলে, রোগীর রোগ সম্পর্কে ভীতি থাকলে, রোগ নিয়ে বেশি দুশ্চিন্তা করলে ডাক্তারের চেম্বারে আসার পর রোগীর হৃদস্পন্দন ও রক্তচাপ বেশি হতে পারে। এ বিষয়কে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। এ কারণে কখনো ডাক্তারের সঙ্গে অ্যাপয়নমেন্ট থাকলে তাড়াহুড়া না করে কিছু সময় হাতে রেখে এবং ১০-১৫ মিনিট বিশ্রাম নিয়ে তারপর ডাক্তারের চেম্বারে ঢোকা উচিত।
* হোয়াইট কোট হাইপারটেনশন কী
যেহেতু ডাক্তাররা সাদা এপ্রোন বা কোট পরিধান করে তাই এ সমস্যাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। সাধারণত এ ক্ষেত্রে চিকিৎসকের চেম্বারে মাপা রক্তচাপ বাসায় বা অন্যত্র মাপা রক্তচাপের চেয়ে কমপক্ষে ৫-১০ মিমি পারদ বেশি হয়ে থাকে।
* কীভাবে নিশ্চিত হবেন
যদি বাসায় নিয়মিত রক্তচাপ মাপা যায় ও তা স্বাভাবিক থাকে কিন্তু ডাক্তারের চেম্বার বা ক্লিনিক বা হাসপাতালে রক্তচাপ মাপলে সিস্টোলিক রক্তচাপ কমপক্ষে ১০ মিমি পারদ বেশি হয় বা ডায়াস্টোলিক রক্তচাপ কমপক্ষে ০৫ মিমি পারদ বেশি হয় তবে তাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। এ ছাড়া এক বিশেষ ধরনের মেশিনে ২৪ ঘণ্টা ধরে রক্তচাপ মাপা যায় বা মনিটর করা যায়, তখন বাসায় বা অন্যত্র রক্তচাপ স্বাভাবিক থাকলে তা নিশ্চিত হওয়া যায়।