ম্যাচ শেষ হতেই হাঁটু গেড়ে মাঠে মুখ লুকালেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরমুহূর্তে শুয়ে পড়লেন মাঠে। দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে থাকলেন মহাতারকা। সতীর্থদের সান্ত্বনাতেও সেই আবেগে বাধ মানল না। একটু পর দুই সতীর্থ তাকে সহায়তা করলে উঠে বসতে। কিন্তু হাঁটুতে হাত রেখে বসেও মাথা নিচু করে কাঁদতে থাকলেন তিনি। শেষ নয় সেখানেই। একটা পর্যায়ে চোখের জলে ভেসেই মাঠ ছেড়ে ডাগআউটে গিয়ে বসলেন তিনি। কিন্তু সেখানেও গালে হাত দিয়ে কাঁদতে থাকলেন ফুঁপিয়ে।
পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার ও টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রায় সবকিছু জয়ের স্বাদ পাওয়া নায়ক ও পাঁচবারের ব্যালন দ’র জয়ী কিংবদন্তির এই কান্না সৌদি কিং’স কাপের ফাইনালে হেরে যাওয়ার পর। টাইব্রেকারে হেরে যাওয়ার পর এভাবেই রোনালদোর কান্নায় সিক্ত হয় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আঙিনা।
সৌদি প্রো লিগ জয় করে নেওয়া আল হিলাল কিং’স কাপও জিতে নেয় শুক্রবার ফাইনালে আল নাস্রকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে।