১০ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে অ্যাপল। তবে এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, ডেভেলপার সম্মেলনে আইওএস ১৮ উন্মুক্ত করা হলেও অপারেটিং সিস্টেমটিতে থাকা বিভিন্ন এআই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।
সম্প্রতি গুগলের এআই সার্চ ফলাফলে অদ্ভুত পরামর্শ দেখা যাওয়ার পর প্রতিষ্ঠানটির তৈরি এআই প্রযুক্তি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে প্রযুক্তি বিশ্বে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতেই নিজেদের তৈরি এআই প্রযুক্তিগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহারের ঘোষণা দিতে পারে অ্যাপল।