চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রায় শেষপ্রান্তে। আগামীকাল (শনিবার) রাতে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ফাইনাল দিয়ে ইউরোপের এই সর্বোচ্চ ক্লাব ফুটবলের প্রতিযোগিতা শেষ হতে যাচ্ছে। যেকোনো টুর্নামেন্টে সাফল্য–ব্যর্থতার পরিসংখ্যানের সঙ্গে রয়েছে আর্থিক অঙ্কের হিসাবও। যদিও উয়েফা কিংবা দলগুলো সেভাবে নিজেদের আয়ের অঙ্ক সামনে আনে না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ নিয়ে অঙ্ক কষতে বসেছে!
২০২৩-২৪ চ্যাম্পিয়ন্স লিগের জন্য ২.১ বিলিয়ন ইউরো প্রাইজমানি ঘোষণা করেছে উয়েফা। যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে দাঁড়ায় ২৩ হাজার ৪৭১ কোটি টাকা। এ তো গেল পুরো প্রাইজমানির পরিমাণ। যদিও চ্যাম্পিয়ন–রানার্সআপসহ নির্দিষ্ট দলগুলোর প্রাপ্ত অর্থের সঠিক হিসাব সেভাবে প্রকাশ করা হয় না, করলেও সেটি হয় বেশ সময়সাপেক্ষ।