১৯ বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ভূমিষ্ঠ হয়েছিল একেবারেই হালকা মেজাজে। যে নিউজিল্যান্ডারদের কাছে কালো রংয়ের জার্সি ছাড়া তখন অন্য রং প্রায় নিষিদ্ধ, তাদের গায়ে বেইজ-কালারের সাবেকি জার্সি। কেউ কেউ নামলেন নকল দাঁড়ি-গোঁফ আর পরচুলা লাগিয়ে। অকল্যান্ডের ইডেন পার্কে সেদিন যেন ছিল বসন্ত-উৎসব- রং দে বাসন্তী।
গ্লেন ম্যাকগ্রা ১৯৮১ সিরিজের ট্রেভর চ্যাপেলের মতো একটা আন্ডার আর্ম বল করলেন। আম্পায়ার বিলি বাউডেন ফুটবলের রেফারির মতো ফট করে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। ম্যাচে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে স্টিভেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড হারলো ৪৪ রানে। তবে ফলাফল কে আর বড় করে দেখেছে সেদিন! রঙ্গ-রসিকতা, হাস্য-কৌতুকের মধ্যে হাইব্রিড ক্রিকেটের আনুষ্ঠানিক জন্মক্ষণ উদযাপনই ছিল মূল ভাবনা।