সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত জেলার সুরমা ও কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর বাইরে অন্যান্য নদ-নদীর পানি কখনো বাড়ছে, কখনো কমছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বেলা সোয়া ১১টার দিকে প্রথম আলোকে বলেন, যদিও আকাশ এখনো মেঘলা, এরপরও আজ নতুন করে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমতে শুরু করেছে। বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল না হলে পরিস্থিতির উন্নতি হবে।