ছবিবিষয়ক বিভিন্ন ফিচার প্রশ্নে ব্যবহারকারীদের কাছে বিশেষ জনপ্রিয় ইনস্টাগ্রাম। কোনো পোস্ট বা স্টোরির ছবিতে বিশেষ ‘ইফেক্ট’ বা প্রভাব যোগ করার জন্য ইনস্টাগ্রামের ফিল্টার ব্যবহার করা যায়।
কোনো ছবির চেহারা পুরোপুরি পালটে ফেলতে অথবা হালকাভাবে এডিট করার জন্য ফিল্টারগুলো দারুণ কাজ করে।
এই ফিল্টারগুলো ইনস্টাগ্রাম অ্যাপে ইন-বিল্ট অবস্থায় পাওয়া যায়। আর এগুলো খুঁজে পাওয়া বেশ সহজ কাজ বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাবেন।