টানা ২ বছর ধরে মানুষের আয় বাড়ার চেয়ে মূল্যস্ফীতির হার বেশি বাড়ছে। এতে ভোক্তার প্রকৃত আয় কমে গেছে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে ভোক্তার আয় না বাড়ার বিষয়টি ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মূল্যস্ফীতির পেটে চলে যাচ্ছে ভোক্তার আয়ের একটি অংশ।
২০২২ সালের এপ্রিল থেকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির হার মানুষের আয় বাড়ার হারকে ছাড়িয়ে গেছে। মার্চ পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে। তবে মার্চে রংপুর অঞ্চলে মূল্যস্ফীতির চেয়ে ভোক্তার আয় কিছুটা বেশি বেড়েছে।