ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (এমএফএস) বেশ আগে থেকেই নিজেদের কিউআর চ্যানেলের মাধ্যমে লেনদেন-সুবিধা চালু করেছে। এখন ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে বাংলা কিউআর চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংক ও এমএফএস-কে বাংলা কিউআর ব্যবহার করে লেনদেন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এখন বাংলাদেশ ব্যাংক বলছে, আগামী দেড় বছর বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন, প্রচারণা ও প্রশিক্ষণে যেসব খরচ হবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) থেকে ব্যয় করা যাবে। ফলে ব্যাংকগুলো বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে গ্রাহকদের আরও বেশি আগ্রহী করে তুলবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।