আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ৬০)। তাই মুমিনগণ আল্লাহর ঘরে হাজিরা দিয়ে বলেন, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক; ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ (হাজির আমি আপনার দরবারে, হে আল্লাহ! আমি হাজির, আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির; নিশ্চয়ই সব প্রশংসা আপনার জন্য, সব নিয়ামত আপনার প্রদত্ত, আপনার রাজত্বে আপনার কোনো শরিক নেই।)
কোরআনে কারিমের সূচনাতেই দোয়া শেখানো হয়েছে, ‘আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। আমাদের সঠিক সরল পথে পরিচালিত করুন। (আমাদের পরিচালিত করুন) তাদের পথে, যাদের আপনি পুরস্কার দিয়েছেন; তাদের পথে নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট।’ (সুরা-১ ফাতিহা, আয়াত: ৪-৭)।হজের