বাবা জালাল উদ্দিন আহমেদের সঙ্গে ঘুমিয়েছিল ১০ বছর বয়সী সুরাইয়া আহমেদ। ঘুম থেকে আর জাগতে পারেনি শিশুটি।
রাজধানীর দক্ষিণখান এলাকায় সুরাইয়াদের টিনশেড বাসা। পাশে একটি নির্মাণাধীন বহুতল ভবন। ২৭ মে সকালে পৌনে ৭টার দিকে ভবনটির ১১ তলার দেয়ালের একটি অংশ ধসে সুরাইয়াদের ঘরের টিনের চালার ওপরে পড়ে। টিনের চালা ভেঙে এসব ভারী বস্তু পড়ে ঘুমন্ত সুরাইয়ার মাথায়।
সুরাইয়ার মাথা ফেটে যায়। সে অচেতন হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হয়। রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানেও তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা ‘লাইফ সাপোর্ট’ খুলে দিলে গত বুধবার সুরাইয়ার মৃত্যু হয়।