নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পরিধানের পোশাকটি হতে হবে পরিপাটি। নিয়মিত অফিসে যাওয়াই হোক, কিংবা বিয়ে বাড়ি বা বন্ধুদের সঙ্গে দাওয়াত; পোশাকটি হওয়া চাই ধোপদুরস্ত। ভালো করে ইস্তিরি করা পোশাক পরলে আত্মবিশ্বাস বেড়ে যায় অনেকখানি, জানান আকিজ কলেজ অব হোম ইকোনমিকসের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হোসাইন। কাজটি করতে যে জিনিস সহায়তা করে, সেই ইস্তিরিরও সঠিক যত্নের প্রয়োজন।
ইস্তিরির যত্ন নেবেন যেভাবে
কাপড় ইস্তিরি করার আগে প্রথম যে বিষয়ের দিকে খেয়াল রাখতে হয় তা হলো, সুতি, সিল্ক, জর্জেট, লিনেন; অর্থাৎ কোন ধরনের কাপড় ইস্তিরি করা হবে। ইস্তিরির তাপমাত্রা সেই অনুযায়ী ঠিক করে নিতে হবে। সিল্ক ও সিনথেটিক কাপড় নিম্ন ও মাঝারি তাপমাত্রায় (প্রায় ৩৫০ ফারেনহাইট), পশমি কাপড় মাঝারি থেকে উচ্চ তাপমাত্রায় এবং সুতি কাপড় উচ্চ তাপমাত্রায় ৪০০ থেকে ৪২৫ ফারেনহাইটে ইস্তিরি করা ভালো।