ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছেন সাবিনা খাতুন-মারিয়া মান্দারা। প্রতিপক্ষ চীনা তাইপে। বসুন্ধরা কিংস অ্যারোনায় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের পরেরটি হবে ৩ জুন।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০। চীনা তাইপের ৪০। কাগজে-কলমে যোজন যোজন এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে এই প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের লক্ষ্য কী? ম্যাচকে সামনে রেখে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। দলের লক্ষ্যের প্রশ্নে সাবিনা বললেন, ‘আমরা শেষ যে কয়টা ম্যাচ খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। নিজেদের অবস্থান কোথায় (এই ম্যাচ খেলে) বুঝতে পারব। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না, আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর টুর্নামেন্টের বাইরে থাকা ভিন্ন ব্যাপার।’