২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। সব দল এখন বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) উগান্ডার জার্সিতে পরিবর্তন আনতে বলেছে।
প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের জার্সি প্রকাশ করে উগান্ডা। এলিজাহ মানগেনি মার্চ মাসে জার্সির যে নকশা করেন, সেখানে ছিল সারস পাখির ছাপ। উগান্ডার জাতীয় পাখি ধূসর রঙের সারস পাখি দেখেই মানগেনি বিশ্বকাপের জার্সি নকশা করার অনুপ্রেরণা পেয়েছেন। তবে ক্রিকেট ডট কম এইউ’র এক প্রতিবেদনে জানা গেছে, সারস পাখি থাকায় জার্সিতে পৃষ্ঠপোষকের লোগো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সেকারণে তাই আইসিসি তাদের জার্সিতে পরিবর্তন আনতে বলে। বিশ্বকাপের আগমুহূর্তে জার্সিতে সবশেষ যে পরিবর্তন উগান্ডা এনেছে, সেখানে পাখির ডানাগুলো হালকা করে ছেটে দেওয়া হয়েছে। একই রকম পরিবর্তন বিশ্বকাপকে সামনে রেখে দলটির ট্রাউজারে দেখা গেছে।