বিপন্ন এক পুরুষ গাছের জন্য নারী সঙ্গী খোঁজার মিশনে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের করা এ গবেষণা প্রকল্পে দক্ষিণ আফ্রিকার হাজার হাজার একর বনভূমিতে অভিযান চালানো হচ্ছে, যেখানে বিশ্বের একমাত্র ‘এনসেফালার্টোস উডি’ নামের গাছটি খুঁজে পাওয়া গিয়েছিল।
বিবিসি বলছে, এ প্রজাতির সকল সদস্য আসলে বিশ্বের একমাত্র পরিচিত ‘ই. উডি’ গাছের পুরুষ ক্লোন। আর এটি প্রাকৃতিক উপায়ে নতুন করে জন্মাতেও পারে না।