গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের পাঁচ উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
সিলেটে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত চলা টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে পাঁচ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল। অনেক সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল কুদ্দুস বুলবুল জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৫৬টি, জৈন্তাপুর উপজেলায় ৪৮টি, কানাইঘাট উপজেলায় ১৮টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৫টি ও জকিগঞ্জ উপজেলায় ৫৮টি রয়েছে। পাশপাশি মেডিকেল টিম মাঠে রয়েছে।