ক্যানসারে আক্রান্ত হওয়া ও সেরে ওঠার অভিজ্ঞতার ভিডিওটি ম্যারিসন ইনস্টাগ্রামে পিন করে রেখেছেন। সেখান থেকেই সংক্ষেপে তাঁর ভাষায় জেনে নেওয়া যাক—
‘ছোটবেলা থেকে যতদূর মনে পড়ে, আমি স্বাস্থ্যকর খাবার খেতে ভালোবাসি। আমার পরিবারে কোনো ক্যানসারের ইতিহাস নেই। স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। শিক্ষার্থী হিসেবেও খুব ভালো ছিলাম।
ডাক্তার হবার পাশাপাশি আমি একজন অ্যাথলেটও! আমার যে কোনো দিন ক্যানসার হতে পারে, এটা আমি ঘুণাক্ষরেও কল্পনা করিনি। এমনকি ডাক্তার নিশ্চিত হবার পরও আমি নিশ্চিত হতে পারছিলাম না।