বাংলাদেশ থেকে করোনার মধ্যেও আসবাব রপ্তানি বেড়েছে। গত ২০২১–২২ অর্থবছরে রপ্তানি আয় ছিল ১১ কোটি মার্কিন ডলার। তারপর থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় রপ্তানি কমেছে। রপ্তানি কমলেও এই খাতের রপ্তানিকারকেরা বলছেন, শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে হলেও আংশিক বন্ড–সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হোক।
সেটি হলে রপ্তানিকারকদের প্রতিযোগিতাসক্ষমতা বাড়বে। তাতে রপ্তানিও বেড়ে যাবে।