সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে একদল চিকিৎসকের সফল অস্ত্রোপচারে অলৌকিকভাবে বেঁচে গেছেন ৩১ বছর বয়সী একজন ভারতীয় নারী ও তাঁর অকালজাত নবজাতক। প্রাণঘাতী হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সেখানকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে অন্তঃসত্ত্বা এ নারীর বাচ্চা প্রসব করানো হয়।
বেঁচে যাওয়া এই প্রসূতির নাম মরিয়ম মোহাম্মদ কলিম সিদ্দিকি। বাড়িতে উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে গত রোববার দুবাইয়ের ইন্টারন্যাশনালে মডার্ন হাসপাতালে (আইএমএইচ) ভর্তি করা হয় তাঁকে। তখন ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তাঁর রক্তচাপ ছিল ১৮১/১১০ এমএমএইচজি।