রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারে গ্রাফিকস কার্ডের সরবরাহ বেড়েছে। বিক্রেতারা জানান, মাসখানেক আগে গ্রাফিকস কার্ডের যে খরা ছিল, তা পুরোপুরিই কেটেছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবও তেমন পড়েনি ঢাকার বাজারে প্রযুক্তিপণ্যের বিক্রিতে। দরদাম রয়েছে আগের মতোই। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।
প্রসেসর
ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।