এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’র মূল প্রতিযোগিতায় নমিনেশন পেয়েছে কামার আহমাদ সাইমনের ছবি ‘শিকলবাহা’।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বছর সাংহাইতে প্রদর্শনের জন্য ১০৫টি দেশ থেকে ৩ হাজার ৭০০টিরও বেশি চলচ্চিত্র জমা পরেছিল। যার মধ্যে মূল প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে ‘শিকলবাহা’ ছাড়াও নির্বাচিত হয়েছে স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, কাজাখিস্তান এবং ইরানসহ মোট ১৪ ছবি।