পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সরে যাওয়ার ঘটনা মেরু অঞ্চলের গতিবিধিতেও মাথাব্যথার কারণ হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।
পৃথিবীর কেন্দ্রে রয়েছে তরল লোহা ও নিকেল। এই দুই ধাতুর কারণেই তৈরি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। যা এর ওপরের অংশের গতিবিধি থেকে তৈরি হয়, তা মানুষকে ক্ষতিকারক সৌর বিকিরণ থেকে রক্ষা করে থাকে।
এ চৌম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। তবে, এটি কোনো একক জায়গায় স্থির নয়। সৌর বায়ুর দৈনিক পরিবর্তন ও আকস্মিক সৌর ঝড়ের কারণে এর অবস্থানও বদলায়।