তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ‘শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু’ এবং ভোটার উপস্থিতিকে ‘মোটামুটি সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ভোটার উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক।