ইসরায়েল ও তুরস্কের মধ্যে বাণিজ্য সম্পর্ক দেশ দুটির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনেও টিকে ছিল। কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে এবং এখন তা বছরে শতকোটি ডলারের ঘরে পৌঁছেছে। তবে গাজা যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তার ফলে বাণিজ্য সম্পর্ক আর টিকবে না বলে আশঙ্কা করছেন ইসরায়েলিরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্ক চলতি মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে। আঙ্কারা জানিয়েছে, যুদ্ধ শেষ না হওয়া ও বিনা বাধায় গাজায় ত্রাণ না যাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকবে। ইসরায়েল বলেছে, তুরস্কের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির লঙ্ঘন।