শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে ওমান। এই আইন লঙ্ঘনের দায়ে দেশটির রাজকীয় পুলিশ অন্তত ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ওমানের রাজকীয় পুলিশ বিদেশিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।
আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক্সে দেওয়া বার্তায় ওমান পুলিশ বলেছে, বিদেশি শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।