২০২১ সালে সেমিফাইনালের পর গত আসরে ফাইনাল—টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে শিরোপার বেশ কাছে থেকেই ঘুরে এসেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের আশা, তৃতীয় দফায় ভাগ্য পক্ষে আসবে তাঁদের।
অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের আগেই একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল পাকিস্তানকে ঘিরে। বিশ্বকাপের কয়েক মাস আগে শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে আবার অধিনায়ক বানানো হয় বাবরকে। নিউজিল্যান্ডের খর্বশক্তির দলের সঙ্গে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করার পর আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসে দলটি। যদিও ঘুরে দাঁড়িয়ে সেটি ২-১ ব্যবধানে জেতে তারা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে পাকিস্তান, আজ কার্ডিফে তৃতীয় ম্যাচ।