ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্টি জলোচ্ছ্বাসে খুলনার তিন হাজার ৬০০ পুকুর ও ৯ হাজার ১১৫টি ঘের তলিয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদ।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, রিমালের আঘাতে খুলনার ৯ উপজেলার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার ৩৮ ইউনিয়নের মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এর মধ্যে কয়রা, পাইকগাছা ও দাকোপে ব্যাপক ক্ষতি হয়েছে।