বাংলাদেশের বাজারে ক্যামন ৩০ সিরিজের দুটি মডেলের স্মার্টফোন এনেছে টেকনো। ‘ক্যামন ৩০’ এবং ‘ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি’ মডেলের দুটি ফোনেই এআই ক্যামেরা থাকায় স্বয়ংক্রিয়ভাবে উচ্চ রেজল্যুশনের ভালো মানের ছবি তোলা যায়। সংস্করণভেদে ফোনগুলোর দাম ধরা হয়েছে সর্বনিম্ন ২৪ হাজার ৯৯৯ টাকা থেকে ৬৯ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্যামন ৩০’ মডেলের ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরাসহ সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। হেলিও জি৯৯ প্রসেসরে চলা ফোনটিতে পাঁচ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধা থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। পাশাপাশি ৭০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৪৫ মিনিটে ফোনটির পুরো ব্যাটারি চার্জ করা যায়।