ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থেকে শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনাল জেতায় ইউরোপা লিগে জায়গা করে নিতে পেরেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
ওয়েম্বলির ফাইনালে সিটিকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে জায়গা করে নেওয়া ইউনাইটেড কি আসলে খেলতে পারবে ইউরোপা লিগে? প্রশ্নটি উঠছে মাঠের বাইরের একটি কারণে।