পাপুয়া নিউগিনিতে আরও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। এমন অবস্থায় দুর্গম ভূমিধস এলাকার নিকটবর্তী গ্রামগুলোয় বসবাসকারী ৭ হাজার ৯০০ মানুষকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার পাপুয়া নিউগিনি সরকার এমন উদ্যোগ নিয়েছে।
২৪ মে ভোরে পাপুয়া নিউগিনির এনগা প্রদেশের ইয়ামবালি গ্রামের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় মাটি চাপা পড়ে দুই হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিধসের এলাকাটি দুর্গম হওয়ায়, সেখানকার একটি সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। তার ওপর আশপাশের এলাকায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মধ্যে লড়াই চলছে। এমন অবস্থায় দুর্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন এনগার প্রাদেশিক প্রশাসক সান্ডিস সাকা।