পাপুয়া নিউগিনিতে আবার ভূমিধসের আশঙ্কা, সরানো হচ্ছে স্থানীয়দের

প্রথম আলো প্রকাশিত: ২৮ মে ২০২৪, ১৩:১৪

পাপুয়া নিউগিনিতে আরও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। এমন অবস্থায় দুর্গম ভূমিধস এলাকার নিকটবর্তী গ্রামগুলোয় বসবাসকারী ৭ হাজার ৯০০ মানুষকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার পাপুয়া নিউগিনি সরকার এমন উদ্যোগ নিয়েছে।


২৪ মে ভোরে পাপুয়া নিউগিনির এনগা প্রদেশের ইয়ামবালি গ্রামের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় মাটি চাপা পড়ে দুই হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


ভূমিধসের এলাকাটি দুর্গম হওয়ায়, সেখানকার একটি সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। তার ওপর আশপাশের এলাকায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মধ্যে লড়াই চলছে। এমন অবস্থায় দুর্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন এনগার প্রাদেশিক প্রশাসক সান্ডিস সাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us