এ সপ্তাহান্তে ফিলিপিন্সে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইউয়েনার এর তাণ্ডবে অন্তত সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সেখানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
ইউয়েনার এর প্রভাবে রাজধানী ম্যানিলার দক্ষিণ দিকের রাজ্যগুলোতে ঝড়ো হওয়া বয়ে গেছে এবং ভারি বৃষ্টি হয়েছে। ঝড়ের কারণে কয়েকটি বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটেছে।