ডিএসসিসির অনিয়মে দেবে গেল ৭৬৩ কোটির সড়ক

আজকের পত্রিকা প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০৯:১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে যুক্ত হওয়া চারটি ইউনিয়নে ৭৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে প্রায় ১৭৪ কিলোমিটার রাস্তা। সাধারণত নতুন রাস্তা নির্মাণের পর কমপক্ষে ৭ থেকে ৮ বছরের মধ্যে সংস্কারে হাত দিতে হয় না। কিন্তু ডিএসসিসির এ রাস্তাগুলোর বেশ কিছু অংশ নির্মাণের বছর দুয়েক না পেরোতেই দেবে গেছে। আবার কোথাও বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে।


অভিযোগ উঠেছে, প্রকল্পের কাজে অনিয়মের কারণে রাস্তার এমন হাল হয়েছে। সেই অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গত রোববার গঠন করা তিন সদস্যের এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


ডিএসসিসিতে যুক্ত হওয়া এলাকাগুলো হলো শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া। রাস্তা দেবে যাওয়ার পর যোগাযোগব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এরই মধ্যে দু-তিনবার সংস্কার কাজও করেছেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক প্রকৌশলী বোরহান উদ্দিন। কিন্তু এতেও তদন্ত এড়ানো গেল না।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us