নিজেদের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে গুগলের এআই সার্চ সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ আলাদাভাবে জানা যায়। শুধু তা–ই নয়, এআই দিয়ে তৈরি উত্তরও পাওয়া যায় গুগলে। আর এখানেই বেধেছে বিপত্তি।
ব্যবহারকারীদের প্রশ্নের ভুল উত্তর দিয়ে এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে গুগলের এআই সার্চ সুবিধা।