আইওএস ১৮-এর নতুন সব ফিচারের মধ্যে থাকতে পারে এআইয়ের তৈরি ইমোজি, যা আইফোনে চ্যাটিংয়ের অভিজ্ঞতায় নতুনত্ব আনতে পারে।
পাওয়ার অন নিউজলেটার ও প্রতিবেদক মার্ক গারম্যানকে উদ্ধৃতি দিয়ে এনগ্যাজেট লিখেছে, আগামী মাসে অ্যাপলের নিজস্ব সম্মেলন ডব্লিউডব্লিউডিসি আয়োজনে প্রকাশ পেতে পারে এ ফিচার।
“কোম্পানি এমন সফটওয়্যার বানাচ্ছে, যা ব্যবহারকারীদের টেক্সট মেসেজের ওপর ভিত্তি করেই কাস্টম ইমোজি তৈরি করতে পারবে।” – লেখেন গারম্যান।