যে সাত জাপানি ভাবনায় জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৮:২০

১. ইকিগাই


পৃথিবীতে আমরা কেন আছি, আজ সকালে আপনি কেন ঘুম থেকে জেগে উঠেছেন—এসবের কিন্তু কোনো না কোনো কারণ আছে। মন থেকে আপনি কোন জিনিসটিকে ভালোবাসেন, আপনি কোন কাজ সুন্দরভাবে করতে সক্ষম, এই পৃথিবীর কী প্রয়োজন এবং আপনাকে কোন কাজের বিনিময়স্বরূপ কেউ কোনো কিছু দেবেন—এই চার প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই পাবেন আপনার ‘ইকিগাই’। নিজের ভালো লাগার কাজটি খুঁজে বের করে এর মাধ্যমেই পৃথিবীর জন্য, সৃষ্টিকুলের জন্য কিছু করতে চেষ্টা করুন। ভালো লাগার কাজ দিয়ে টুকটাক রোজগারের চেষ্টাও করতে পারেন।
২. ওয়াবি-সাবি
এটি এক নান্দনিক দর্শন। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। ধরুন, আপনি চান চিরতারুণ্য, কিন্তু বাস্তবতা হলো, সময় বয়ে যাবেই। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেও যাবে। আপনার শরীর আর আগের মতো থাকবে না, আশপাশের মানুষগুলোও বদলে যেতে পারে। এই বদলে যাওয়ার সত্যটাই কিন্তু জীবনের অনন্য সৌন্দর্য। কিংবা মনে করুন, আপনার জীবনের সবকিছু নিখুঁত ও পরিপাটি রাখতে চান। কিন্তু বাস্তবে এটিও প্রায় অসম্ভব। তবে ব্যক্তি, বস্তু বা পরিবেশে বহু খুঁত থাকা সত্ত্বেও সৌন্দর্য হারিয়ে যায় না। ভাঁজ পড়া ত্বক, ধূসর হয়ে আসা চুল, বহু ব্যবহারে দাগ পড়ে যাওয়া আসবাব—সবকিছুকেই দেখুন সৌন্দর্যের দৃষ্টিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us