কর না বাড়িয়ে ব্যবসার জন্য নীতিসহায়তা দরকার

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৭:২৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যাংকঋণের সুদের হার বাড়ানো হয়েছে। এতে করে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকঋণের সুদের হার সহনীয় পর্যায়ে আনতে জোর দেওয়া প্রয়োজন। পণ্য রপ্তানি বাড়াতে নতুন শিল্প স্থাপনে প্রয়োজনীয় নীতিসহায়তা দিতে হবে। একই সঙ্গে কাঁচামাল আমদানিতে আংশিক বন্ডের সুবিধা দেওয়া দরকার। তাহলে স্থানীয় অনেক কোম্পানি রপ্তানি করতে সক্ষম হবে। দেশে অনেকের কাছে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ রয়ে গেছে। সেই অর্থ ব্যাংক চ্যানেলে নিয়ে আসতে উদ্যোগ দরকার। সব মিলিয়ে দেশের অর্থনীতি চাঙা করতে বেশ কিছু শক্ত পদক্ষেপ নিতে হবে আগামী অর্থবছরের বাজেটে।


এসএমই খাত দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এর ফলে এসএমই খাতের দিকে বাজেটে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের কর কমানো দরকার। অন্যদিকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার ক্ষেত্রে দরকার নীতি সহজ করা। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের ব্যয় সংকোচন করা দরকার। এভাবে আগামী দুই বছর চলার পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরলে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us