মালদ্বীপ বিষয়ে আমার আগের লেখা সম্পর্কে সহৃদয় পাঠক দুটি বিষয় জানতে চেয়েছেন—এক. মালদ্বীপ কীভাবে উন্নত হয়েছে, তাদের উন্নয়নের পথ কী ছিল? দুই. সেখানে কীভাবে পর্যটনের প্রসার ঘটেছে? মালদ্বীপে অবস্থানকালে দুটি বিষয়েই আলাপ হয়েছিল বিগত সরকারের প্রতিমন্ত্রী ও বর্তমানে দ্য হ্যাপিনেস ক্লাবের প্রধান নির্বাহী মোহাম্মদ শিহাব ও মালদ্বীপ ইসলামি ব্যাংকের তরুণ ব্যাংকার জিয়ার (আমার ভাগনে মারুফের সহকর্মী ও বন্ধু) সঙ্গে। স্থানাভাবে তা আগের লেখায় দেওয়া সম্ভব হয়নি। আসুন, তাঁদের জবানিতেই মালদ্বীপের উন্নয়নের গল্প শুনি।
উন্নয়নের পথরেখা
আগের লেখায়ই মালদ্বীপের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বিশেষত অপেক্ষাকৃত কম আয়বৈষম্যের কথা বলেছি। এখানে দুটি বিষয় কাজ করেছে। এক. শিক্ষার প্রসার। সাবেক প্রতিমন্ত্রী শিহাব তাঁর সরকারের বিনা মূল্যে উচ্চশিক্ষা কর্মসূচির কথা উল্লেখ করেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে উচ্চশিক্ষা প্রদানের পাশাপাশি সরকারি–বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এ জন্য মাথাপিছু ব্যয়ের সমপরিমাণ অর্থ ভর্তুকি দেওয়া হয়।