মুখের যে কোনো জায়গায় ব্রণ হওয়া বিরক্তিকর। তবে বলা হয়, চোয়ালের ব্রণের বৈশিষ্ট্য আলাদা।
এই ধরনের ব্রণ হয় লাল, শক্ত ও ব্যথাযুক্ত। আর ওঠার রয়েছে নানান কারণ।
হরমোনের ওঠানামা
বৈশিষ্ট্য: গভীর ভেতরটা থাকে নরম। চোয়ালের হাড়জুড়ে ও থুতনিতে হয়। সারতে সময় লাগে।
ত্বকে অতিমাত্রার তেল নিঃসরণের কারণে এই ব্রণ দেখা দেয়। মৃত কোষ ও ব্যাক্টেরিয়ার সময়ে পূঁজ যুক্ত হয়।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে শিকাগো ভিত্তিক চর্মরোগ বিশেষজ্ঞ ড্যানিলো সি ডেল ক্যাম্প বলেন, “গর্ভাবস্থা, মাসিক চলার সময় বা ‘পলিসিস্টিক ওভারি সিন্ড্রম’ সমস্যায় নারীদের সাধারণত এই সমস্যা দেখা দেয়।
প্রতিকার: “হরমোনের কারণে হওয়া ব্রণ সারাতে কৌশলের প্রয়োজন হয়” বলেন ডা. ডেল ক্যাম্প।রেটিনয়েডস লোমকূপ আটকে যাওয়া রোধ করতে পারে। নারীরা নির্দিষ্ট কিছু ওষুধের মাধ্যমে উপকার পেতে পারেন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।