ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসায় জানমাল বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে নারী ও শিশুসহ উপকূলের ৫২ হাজারের বেশি মানুষ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ১১টা পর্যন্ত ১৯ জেলার ৮ হাজার ৪৬৪টি আশ্রয়কেন্দ্রে মোট ৫২ হাজার ৪৪৬ জন ঠাঁই নিয়েছেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়ছে। এছাড়া ৪ হাজার ৬২৩টি গবাদিপশুও আশ্রয়কেন্দ্রগুলোতে উঠেছে৷
মিজানুর রহমান বলেন, "পরিস্থিতি সামাল দিতে ১১৮৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে৷ আর আমাদের মন্ত্রী মহোদয় (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান) সকল মন্ত্রণালয়কে মিটিংয়ে ডেকে কোন মন্ত্রণালয়ের কী করণীয় সে নির্দেশনা দিয়েছেন, যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।"