ঘূর্ণিঝড় রেমাল: আশ্রয়কেন্দ্রে ৫২ হাজার মানুষ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১৪:৩৬

ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসায় জানমাল বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে নারী ও শিশুসহ উপকূলের ৫২ হাজারের বেশি মানুষ।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ১১টা পর্যন্ত ১৯ জেলার ৮ হাজার ৪৬৪টি আশ্রয়কেন্দ্রে মোট ৫২ হাজার ৪৪৬ জন ঠাঁই নিয়েছেন।


সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়ছে। এছাড়া ৪ হাজার ৬২৩টি গবাদিপশুও আশ্রয়কেন্দ্রগুলোতে উঠেছে৷


মিজানুর রহমান বলেন, "পরিস্থিতি সামাল দিতে ১১৮৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে৷ আর আমাদের মন্ত্রী মহোদয় (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান) সকল মন্ত্রণালয়কে মিটিংয়ে ডেকে কোন মন্ত্রণালয়ের কী করণীয় সে নির্দেশনা দিয়েছেন, যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us