ঘূর্ণিঝড়ের সময় তো অবশ্যই, ঘূর্ণিঝড় আসার আগেও কিছু কাজ করতে হবে। কিছু সাধারণ কাজ ও সচেতনতা পারে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে। তাই বিপদে মাথা ঠান্ডা রেখে কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। আমাদের ছোট ছোট সাবধানতা আরও অনেকের জন্য উপকার বয়ে আনবে। ঘূর্ণিঝড় আসার আগেই কিছু বিষয়ের দিকে নজর রাখুন। চলুন জেনে নেওয়া যাক করণীয়-
বাড়িতে ইলেকট্রিকের সব ধরনের জিনিস সাবধানে রাখতে হবে। যেসব যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা সম্ভব সেগুলো ঝড় আসার আগেই খুলে রাখতে হবে। মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ এবং এ জাতীয় অন্যান্য যন্ত্রপাতির প্লাগ লাগিয়ে না রেখে খুলে রাখুন। নয়তো ঝড়ের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
আপনার জন্য যত প্রয়োজনীয়ই হোক না কেন, এসময় মোবাইল ফোন চার্জে দেবেন না। সেইসঙ্গে মোবাইল ফোনটি দূরে এবং নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। সেটি ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের কারণে ফোনটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তা যেন আপনাকে আক্রান্ত না করতে পারে তাই সাবধান থাকতে হবে। বিশেষ করে পাকা বাড়িতে থাকেন না এমন ব্যক্তিদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে।