৪১ হাজার ফুটের বেশি উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার সফল প্রচেষ্টা চালিয়েছেন আশিক চৌধুরী। এ সময় দুই হাতে বাংলাদেশের লাল–সবুজ পতাকা মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি। এভাবে ৪ হাজার ফুটের কাছাকাছি এসে প্যারাসুটের সাহায্যে নেমে আসেন মাটিতে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড বিমানঘাঁটিতে এ প্রচেষ্টা চালান আশিক।
সফলভাবে নেমে আসার পর প্রথম আলোকে আশিক চৌধুরী বলেন, ‘কাজটা ঠিকঠাকভাবে করতে পেরে আমি খুব নির্ভার বোধ করছি। আশা করি দেশের জন্য বড় একটা রেকর্ড হবে।’
গতকাল মেমফিসের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় বিমান থেকে লাফ দিলেও আশিকরা আকাশে উড়েছিলেন তারও এক ঘণ্টা আগে। এই সময়ে শরীর থেকে সব নাইট্রোজেন অপসারণের জন্য তাঁকে অক্সিজেন মাস্ক লাগিয়ে বিমানে বসে থাকতে হয়েছে।