প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল আবার শুরু হয়েছে। এর আগে আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে হয়।
মেট্রোরেল চলাচলকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ রাত সোয়া আটটার দিকে প্রথম আলোকে জানান মেট্রোরেল চলাচল আবার শুরু হয়েছে। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। পরে আবার চালু হয়।