দেশের ফাস্টট্র্যাক বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে তিনটি প্রকল্প আগামী মাসেই শেষ হচ্ছে। ফলে নতুন অর্থবছরের উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এ তিন প্রকল্প। প্রকল্পগুলো হলো পদ্মা বহুমুখী সেতু; পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলসেতু।
এরই মধ্যে এই তিন প্রকল্পের উদ্বোধন হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে প্রকল্প শেষ করা বাকি। প্রকল্পগুলো চালু হলেও টুকটাক কিছু কাজ চলমান থাকে, যেমন প্রাথমিক রক্ষণাবেক্ষণ, ঠিকাদারের বকেয়া বিল পরিশোধ ইত্যাদি। এসব কাজ শেষে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বই থেকে এসব প্রকল্প বাদ দেওয়া হবে।
অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সরকার দেশের আট মেগা প্রকল্পকে ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করে। এসব প্রকল্প একাধিক দফা সংশোধনের জন্য একদিকে সময় বেড়েছে, অন্যদিকে বেড়েছে খরচও। ফাস্টট্র্যাক প্রকল্পের তালিকায় থাকা আটটি প্রকল্পের মধ্যে তিনটি আগামী জুনে শেষ হচ্ছে। বাকি পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি শেষ হবে ২০২৫ সালে এবং দুটি শেষ হবে ২০২৬ সালে।